ঢাকা প্রিমিয়ার লিগে এক দিনে পাঁচটি সেঞ্চুরি! অসুস্থ তামিম ইকবালের অনুপস্থিতিতে মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মেহেদী হাসান মিরাজ। আবাহনীর জয়ে পারভেজ ইমন। অন্যদিকে, প্রাইম ব্যাংকের দুই ব্যাটার সাব্বির হোসেন ও ইরফান শুক্কুর তুলে নেন সেঞ্চুরি, তবে তাদের জবাবে অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কায়েসও একশ পার করেন। আর দিনশেষে মোহামেডান, আবাহনী ও প্রাইম ব্যাংক পেয়েছে জয়ের দেখা।
হৃদরোগে আক্রান্ত হয়ে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল হাসপাতালে। তবুও বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১০৩ রানের ইনিংস খেলে দলকে সাত উইকেটের জয় এনে দেন তিনি। মিরপুরে ১১৭ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমন। আবাহনী জেতে ৫ উইকেটে। প্রাইম ব্যাংকের ৩৪ রানে জেতার ম্যাচে সাব্বির ১২১ বলে ১০২, ইরফান ৯৪ বলে ১০৭ এবং ইমরুল ১১৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৬ রান করেন।