আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতের প্রভাবমুক্ত ও অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান। তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে আমরা দেখেছি নির্বাচনে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এ রকম হবে না। এটা আমরাও বিশ্বাস করি।’
গতকাল সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
তাসমিয়া প্রধান বলেন, ‘ফ্যাসিবাদী সরকার গত আমলে জাগপার দলীয় নিবন্ধন বাতিল করে দিয়েছিল। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাই। শুনানি শেষে হাইকোর্ট আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে। এই প্রেক্ষাপটে আমরা সিইসির সঙ্গে দেখা করতে এসেছি।’
বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করে অনেক ভালো বোধ করছি। আমরা জানি যে উনি সৎ ব্যক্তি। জানালাম যে আমরা নিবন্ধন ফিরে পেয়েছি। তিনিও বললেন যে সামনের নির্বাচনে সব দলের সহায়তা দরকার।