বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:১৯ পিএম

বগুড়ার শেরপুরে আমেনা বেগম (২৭) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আমেনা বেগম উপজেলার সুঘাট ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও জয়লা আলাদি গ্রামের ওসমান আলীর স্ত্রী। 

প্রতিবেশীরা জানান, দুপুরবেলা বাড়ির বাইরে সবাই গল্প করছিলেন। দুপুর ২টার দিকে তার শাশুড়ি বাড়ির ভিতরে গিয়ে চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে সবাই বাড়ির ভিতরে গিয়ে দেখতে পান আমেনা বেগম তার নিজ ঘরে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। 

প্রতিবেশীরা আরও জানান, শ্বশুর-শাশুড়ীর সাথে আমেনা বেগমের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। 

এ বিষয়ে শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত