ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। অভিযোগকারীদের দাবি, ঈদুল ফিতরের ভিজিএফ কার্ডের চাল প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে বরাদ্দ থাকলেও কেউ কেউ ৮-৯ কেজি করে চাল পেয়েছেন। তা ছাড়া বিতরণের ক্ষেত্রেও স্বজনপ্রীতি দেখানো হয়েছে।
পরিষদে চাল নিতে আসা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালউদ্দিন বলেন, ‘আমি রোজায় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে চাল নিই। পরে বাড়িতে গিয়ে সন্দেহ হলে স্থানীয় একটি দোকানে গিয়ে মেপে দেখি মাত্র সাড়ে ৮ কেজি। অথচ ১০ কেজি চাল পাওয়ার কথা ছিল।’
তবে ইউপি সচিব হেমায়েত উদ্দিন হিমু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি এবং প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ চাল পেয়েছেন। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।