যেকোনো ফুটবলারের কাছেই বর্ষসেরার স্বীকৃতি পাওয়াটা স্বপ্ন। ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন পেদ্রি। তবে দলগত সাফল্যের কারণেই যেন ব্যালন ডি’অর ওঠে তার হাতে এমনটি চান। তার কাছে আগে দলগত শিরোপা মুখ্য। বার্সেলোনা চলতি মৌসুমে আছে দারুণ ফর্মে। চ্যাম্পিয়নস লিগসহ তিনটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে কাতালান ক্লাবটির সামনে।
এই বছরে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ ধরে অপরাজিত বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে উঠেছে, লা লিগা টেবিলে আছে শীর্ষে এবং কোপা দেল রে’তে উঠেছে সেমিফাইনালে। জাতীয় দলের হয়েও সাফল্য পেয়েছেন পেদ্রি। নেশনস লিগে সেমিতে উঠেছে স্পেন। এক সংবাদমাধ্যমে পেদ্রি বলেন, ‘ব্যালন ডি’অরের চেয়ে আমি ট্রেবল জিতলে খুশি হব। যদি আমি ব্যালন ডি’অর জিততে পারি, তাহলে আমি চাই সেটা যেন দলগত সাফল্যের সঙ্গে আসে। দল হিসেবে ট্রফি জয় আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ।’
এবার যদি বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠে তাদের দেখা হতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এ নিয়ে পেদ্রি বলেন, ‘সেরা সাফল্য পেতে আমাদের অবশ্যই এইসব (বড়) ম্যাচ উপভোগ করতে হবে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হলে দারুণ হবে।’