বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আপিল বিভাগে নতুন দুই বিচারপতির শপথ

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:২৪ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব শপথ নিয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত দুই বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত সোমবার রাষ্ট্রপতি এ দুই বিচারপতিকে নিয়োগ দেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের এ দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। আর এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত