শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ট্রাকের চাপায় ইমন আকন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশের সড়কে চলে যায় শিশুটি। এসময় দ্রুতগতির একটি মাহিন্দ্র ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় চালক পালিয়ে যায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটিকে জব্দ করেছে। চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।