বলিউডের অ্যাকশন স্টার জন আব্রাহাম। সম্প্রতি তার ৫২তম সিনেমা ‘দ্য ডিপ্লোম্যাট’ মুক্তি পেয়েছে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে থাকা আব্রাহাম শুধু একজন অভিনেতা নন, তিনি প্রযোজকও। তার সিনেমায় আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতমদের মতো নতুনদের সুযোগ করে দিয়েছেন।
বলিউডে নতুনদের এমন সুযোগ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জন আব্রাহাম বলেন, ইন্ডাস্ট্রিতে ‘নতুনদের’ সুযোগ করে দেওয়া তার কাছে ‘একান্ত ব্যক্তিগত’। কারণ নিজে ইন্ডাস্ট্রিতে একজন ‘নতুন’ হিসেবে প্রবেশ করেন।
তিনি বলেন, শেষ পর্যন্ত যে ছবির কাস্টিং হতে হবে সবচেয়ে ভালো এবং উপযুক্ত অভিনেতাকে নিয়েই। সে ভেতরের কিংবা বাইরের যিনিই হোন না কেন!
জনের সঙ্গে স্টারকিডসদের সম্পর্ক কেমন? এমন প্রশ্নে এ বলিউডের এ অ্যাকশন স্টার জানান, তিনি অনেকের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছেন।
জন বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির মানুষকে ভালোবাসি। আমার সেরা সহ-অভিনেতাদের মধ্যে একজন অভিষেক (বচ্চন)। আমি সত্যি বলছি, সবচেয়ে শিক্ষিত মানুষ অভিষেক। তার মতো ভালো মানুষের সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের। আমার স্কুল লাইফ থেকে হৃতিককে চিনি, আমার সহপাঠী ছিল। ওর মতো ভালো ছেলে হয় না। উদয়ও (চোপড়া) আমার ক্লাসমেট ছিল।’
তার স্কুলের অনেক অনেকেই বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত জানিয়ে তিনি বলেন, ‘রণবীর (কাপুর) আমার জুনিয়র ছিল, আদিত্য (চোপড়া) আমার সিনিয়র ছিল। আমির (খান) আমার সুপার সিনিয়র ছিল। আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। তাদের দেখে, যা শিখেছি, তা আমার কাছে অসাধারণ অভিজ্ঞতা।’
জন আব্রাহামের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি, ‘দ্য ডিপ্লোম্যাট’। রাজনৈতিক থ্রিলারের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এ সিনেমা বক্স অফিসে এখন পর্যন্ত আয় করেছে ২৬.৫৫ কোটি রুপি। ছবিতে আব্রাহাম ভারতীয় কূটনীতিক জেপি সিং চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির সহপ্রযোজনাও করেছেন জন। পাইপলাইনে রয়েছে আরও দুটি ছবি। ‘তেহরান’ এবং ‘তারিখ’। যদিও ছবি দুটির মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি।