রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সাটুরিয়ায় টিসিবির ৯০ বস্তা চাল জব্দ

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৩:৩২ এএম

কালোবাজারে বিক্রি করার সময় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ভা-ারিয়া পাড়া থেকে গতকাল বুধবার সকালে টিসিবির ৯০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে হস্তান্তর করেছে জনতা।

সাটুরিয়ার টিসিবির ডিলার দীপক সাহা বালিয়াটি, তিল্লি ও দিঘলিয়া ইউনিয়নে টিসিবির সব ধরনের পণ্য বিতরণ করে থাকেন। কিন্তু কয়েক মাস ধরে এসব ইউনিয়নে টিসিবির সামগ্রীর মধ্যে চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রির উদ্দেশে পাঁয়তারা করছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদশী কাওন্নারা গ্রামের মো. শাহীন বলেন, ‘বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরের শহীদ বেদিতে ফুল দিতে যাচ্ছিলাম। এ সময় টিসিবির গুদামের সামনে বস্তা থেকে টিসিবির চাল বের করে অন্য বস্তায় ভরে গাড়িতে তোলা হচ্ছিল। বিষয়টি সন্দেহ হলে ৯০ বস্তা চালসহ গাড়িটি আটক করে উপজেলা প্রশাসনের কাছে নিয়ে যাই।’

এ ব্যপারে টিসিবির ডিলার দীপক সাহা বলেন, টিসিবির বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় টিসিবির বস্তা থেকে চাল অন্য বস্তায় ভরা হয়েছে। এই চাল বালিয়াটি, দিঘলিয়া ও তিল্লি ইউনিয়নে বিতরণের জন্য গাড়িতে লোড করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা শাহীন ভুলবশত গাড়ি আটক করে প্রশাসনের কাছে জমা দিয়েছে। সাটুরিয়া ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, ‘বুধবার স্থানীয় বাসিন্দারা ৯০ বস্তা চালসহ একটি পিকআপ জব্দ করে আমার কাছে নিয়ে আসে। টিসিবির ডিলারকে প্রয়োজনীয় নথিপত্র আনতে বলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, ‘ভোরে ডিলার দিপক সাহা একটি পিকআপ ভ্যানে করে চাল অন্যত্র বিক্রি করতে বের করে। এ সময় আমাদের কর্মী শাহিন বিষয়টি হাতেনাতে ধরে ফেলে। আমি ইউএনওকে মোবাইল ফোনে বিষয়টি জানালে আমাকে তিনি পিকআপটি তার কার্যালয়ে নিয়ে যেতে বলেন। এরপর এলাকাবাসীকে নিয়ে শাহীন ও আমি চালসহ পিকআপ ভ্যানটি ইউএনওর কাছে হস্তান্তর করি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত