রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাজশাহীতে ৫ টাকায় খুশির হাট

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৩:৩৩ এএম

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম হাউজ অব বিউটি ব্লুমের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ৫ টাকার বিনিময়ে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রাজশাহীর আলুপট্টির মোড়ে আয়োজিত এ মানবিক কার্যক্রমে শতাধিক মানুষের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজক খুশির হাটের অ্যাডমিন নওশিয়া অরিন খান বলেন, নিম্ন আয়ের মানুষকে ঈদের আনন্দের অংশীদার করতেই আমাদের এ উদ্যোগ। এতে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা নির্ধারিত পরিমাণের সেমাই, চিনি, তেল, পোলাওর চালের মধ্যে যেকোনো একটি সামগ্রী ৫ টাকায় নিতে পেরেছেন।

এক সুবিধাভোগী বলেন, ‘ঈদের কেনাকাটা করার সামর্থ্য ছিল না, কিন্তু মাত্র ৫ টাকায় এত কিছু পেয়েছি! এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

আয়োজকরা জানান, সবার সহযোগিতায় এ বছরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা বলেন, ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়, তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই প্রকৃত খুশি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত