রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বিস্ফোরক সেইফার্টে পুড়ল পাকিস্তান

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৩:৩৭ এএম

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। বুধবার আনুষ্ঠানিকতার শেষ ম্যাচটি ছিল নতুনরূপী পাকিস্তানের নিজেদের জাহির করার শেষ সুযোগ। সেটা তারা পারেনি, উল্টো রীতিমতো ছেলেখেলা করে পাকিস্তানকে এক রকম উড়িয়েই দিয়েছে কিউইরা। ওয়েলিংটনের পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আর সিরিজ জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে।

আগে বোলিং করা নিউজিল্যান্ডের হয়ে ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখান জিমি নিশাম। ২২ রান খরচায় প্রথমবারের মতো পান পাঁচ উইকেট শিকারের স্বাদ। তার বোলিং তোপে পাকিস্তানও ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি তুলতে পারেনি। চার বল খেলা ওপেনার হাসান নাওয়াজকে শূন্য রানে ফেরান জ্যাকব ডাফি।  আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রথম ক্রিকেটার হিসেবে পুরুষদের কোনো টি-টোয়েন্টি সিরিজে তিনবার শূন্য রানে আউট হলেন নাওয়াজ। সব দেশ মিলিয়ে এই স্বাদ পেয়েছেন তিনিসহ ১২ জন। 

ওই লক্ষ্য ১০ ওভারেই ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। ৬০ বল আগে ম্যাচ শেষ করতে মাত্র ৩৮ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সেইফার্ট। ১২৯ রানের লক্ষ্যে ফিন অ্যালেনকে নিয়ে তা-ব শুরু করেন সেইফার্ট। ওপেনিং জুটিতে মাত্র ৩৮ বলে আসে ৯৩ রান। ১২ বলে ২৭ করে অ্যালেন ফেরার পর মার্ক চাপম্যানও দ্রুত আউট হন। তবে ম্যাচে তার কোনো প্রভাব ছিল না। তাণ্ডবের পর অপরাজিত থাকা সেইফার্ট ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়ার আক্ষেপসহ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ২৪৯ রান করে সিরিজসেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত