জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান সম্পর্কে তামিম ইকবালের চাচা। হার্ট অ্যাটাকের পর ভাতিজা তামিম আর নেই এমন সংবাদ পেয়েছিলেন আকরাম। তবে সেই শঙ্কা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছেন তামিম ইকবাল। তামিমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গতকাল কথা বলেছেন আকরাম।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ টস করার পর হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। দ্রুততার সঙ্গে তাকে গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে হার্টে ব্লক ধরা পড়ে। সেখানেই রিং পরানো হয় তামিমকে। পরদিন মঙ্গলবার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে পরিবারের চাওয়ায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেখতে যান কিংবদন্তি এ ক্রিকেটারকে। আপাতত এভারকেয়ার হাসপাতালেই পর্যবেক্ষণে আছেন তামিম।
তামিমের পরবর্তী চিকিৎসার জানতে চাওয়া হলে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’