রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

নির্বাচনের রোডম্যাপ না থাকায় হতাশ হয়েছি

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৩:৪১ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে বক্তব্য রেখেছেন সেখানে নির্বাচনের রোডম্যাপ নেই। ফলে আমরা অত্যন্ত হতাশ হয়েছি।’ গতকাল বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন  শেষে তিনি এই হতাশার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছর জাতির ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য গুম খুন নির্যাতন চালিয়েছে। দীর্ঘ আন্দোলনের পর ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এ বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়। আমরা আশা করব, ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের ঘোষণা দেবেন।’

তিনি বলেন, ‘আমরা হতাশ হয়েছি তার ভাষণে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম একবারের জন্য উল্লেখ করেননি। কিন্তু এটাই ইতিহাস। আমরা চাই আওয়ামী লীগ যেমন ইতিহাস বিকৃতি করেছে, তেমনি এখন আবার ইতিহাস বিকৃত হোক। আমরা প্রকৃত ইতিহাস উপস্থাপনের মাধ্যমে জনগণের যে আকাক্সক্ষা দ্রুত সেখানে ফিরে যাব। আমার বিশ্বাস অতিদ্রুত কাক্সিক্ষত লক্ষ্যে আমরা পৌঁছে যাব।’

প্রধান উপদেষ্টার ভাষণে ডিসেম্বর থেকে জুনের মধ্য নির্বাচন আয়োজনে বিএনপির আস্থা আছে কি না এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস এটা তো কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে তা কাটবে না।’ ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না’ এমনটা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে নির্বাচনের কথা বলছে। নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।

জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট শুধু স্বাধীনতার ঘোষণা দেন নাই, একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধকে সংগঠিত করে ৯ মাস লড়াই করে বিজয় লাভ করেন। এই স্বাধীনতার জন্য আমাদের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। আমাদের অসংখ্য মা-বোন তাদের সম্মান হারিয়েছেন। অসংখ্য ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এ স্বাধীনতা অর্জন হয়েছে। আজ থেকে ৫৪ বছর আগে যে আকাক্সক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, দুর্ভাগ্যবশত সেই আকাক্সক্ষা এখন পর্যন্ত পূরণ করতে পারিনি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আমানুল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত