জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বন্ধু হান্নান মাসউদের ওপর যে আক্রমণ চালানো হয়েছে, তা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমাদের এ গণঅভ্যুত্থানের সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়েছে একটি পথভ্রষ্ট দল দ্বারা। আমরা অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী নির্বাচনে আমরা বলতে চাই, এটি কোনো মুসলমানের নির্বাচন হবে না, এটি কোনো টাকা বানিয়ে রাজনীতি করার নির্বাচন হবে না। আগামী নির্বাচনে পোস্টার লাগিয়ে কেউ জিততে পারবে না। তরুণরা যেমন ৫ তারিখে লড়াই করে জয়ী হয়েছিল, তাদের সেই পূর্ণ টেকনিক আগামী নির্বাচনে ব্যবহৃত হবে। তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে, কারণ তারা বুঝে গেছে, আসন্ন ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা কীভাবে পার পাবে।’
তরুণ-যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘৫ তারিখে ঐক্যবদ্ধভাবে নিজেদের লক্ষ্যে এগিয়ে যান এবং আগামীতে আমাদের সামনে যে চ্যালেঞ্জ এসেছে তা মোকাবিলা করতে। আগামী নির্বাচনে আমাদের জয় হবে, কারণ আমরা এ জয়টি কোনো ব্যক্তির জন্য নয়, কোনো পরিবারের জন্য নয়, কিংবা কোনো মাফিয়াতন্ত্রের জন্য চাই না। আমরা এই জয়টি চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাফিয়াতন্ত্র, সৈন্যতন্ত্র এবং সব দুর্নীতির বিরুদ্ধে চাই। এজন্য তরুণ-যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। যারা সিনিয়র সিটিজেন, তাদেরও ঐক্যবদ্ধ হয়ে হাজির হয়ে মাটি মানুষের জন্য লড়াই করতে হবে।’
শাহরাস্তিতে নাসীরুদ্দীনকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের : এদিকে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। গতকাল বিকেলে সড়ক অবরোধ করে তার শাহরাস্তি আসা উপলক্ষে এ বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অপরাধে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এর আগে নাসীরুদ্দীনের শাহরাস্তিতে আসা উপলক্ষে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতিতে জামায়াতকে পুনর্বাসনের বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ছিলেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।