একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। গতকাল বুধবার বিকেলে সিলেট নগরীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি। তার মেজো ছেলে প্রবীর দাশ বলেন, মা বেশ কিছু দিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। সিলেট নগরীর হাওলাদার পাড়ার নিজ বাসভবনে ছিলেন তিনি। তিনি জানান, সুনামগঞ্জের শাল্লার চাকুয়ায় গ্রামের বাড়িতে তাকে শেষকৃত্য সম্পন্ন হবে।
লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে পাওয়া একুশে পদক ছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
সুষমা দাশ গান করেছেন বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে।
খ্যাতনামা লোককবি রশিকলাল দাশ ও লোককবি দিব্যময়ী দাশের বড় সন্তান সুষমা দাশ ১৯২৯ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামে জন্ম নেন। ছয়-ভাইবোনের মধ্যে সুষমা দাশ ছিলেন সবার বড়। তার ছোটভাই একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী। পরিবারের অন্য সদস্যরাও সংগীতের সঙ্গে জীবনযাপন করছেন।