শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থান এক নয় : এবি পার্টি

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:১৭ এএম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। গতকাল সকাল ১০টায় পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর  নেতৃত্বে দলটির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে এই শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থান এক নয়, তবে অদ্ভুত মিল আছে।’

শ্রদ্ধা নিবেদন শেষে মঞ্জু বলেন, ‘২৪-এর আকাক্সক্ষা ছিল সাম্যের পক্ষে,  বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। ঠিক যে কারণে ’৭১-এ আমাদের যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হয়েছে।’

তিনি বলেন, ’৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা ও মুক্তির লড়াই। আর ২৪-এর গণঅভ্যুত্থান ছিল সেই মুক্তির অন্তরায়গুলো দূরীকরণের সংগ্রাম।  সে জন্য এই গণঅভ্যুত্থানকে বাংলাদেশ ২.০ বলা হচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থান ও ৭১’র মুক্তিযুদ্ধ এক নয়, তবে উভয়ের মধ্যে অপরূপ মিল রয়েছে। দুই ক্ষেত্রেই হানাদাররা নৃশংস গণহত্যা চালিয়েছে এবং তারপরই মানুষ রাজপথে নেমে এসেছে। ’৭১-এ হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, কিন্তু ২৪-এর হানাদাররা আত্মসমর্পণ না করে  হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত