মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবকে আড়াল করে সামনে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, গত ৫৪ বছরে এ দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২০২৪-এর গণঅভ্যুত্থান। কারও হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। গতকাল বুধবার সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, স্বাধীনতা সংগ্রামের গণ-আকাক্সক্ষা বারবার প্রতারিত ও পদদলিত হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিপরীতে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। পাকিস্তানি জমানার মতো একদেশে দুই অর্থনীতি দুই সমাজ কায়েম হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২০২৪-এর গণঅভ্যুত্থান।