বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঈদের খাবার

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:৩২ এএম

মোকাদ্দেস-এ-রাব্বীরান্না ঘরের দুয়ার থেকে

আসছে দারুণ ঘ্রাণ,

কোরমা পোলাওর গন্ধে যেন

উঠছে নেচে প্রাণ।

নানান খাবার হচ্ছে রান্না

সবার বাড়ি বাড়ি,

কোথাও কোথাও আছে আরও

দই মিষ্টির হাঁড়ি।

এই আয়োজন হচ্ছে, কারণ

উঠেছে বাঁকা চাঁদ,

ঈদের দিনে সব খাবারের

দারুণ দারুণ স্বাদ।

ঈদের এমন খাবারগুলো

সবার ঘরে থাকুক,

ঈদের খুশি ঘরে ঘরে

সবাই ধরে রাখুক।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত