রঙ লেগেছে ঘরে ঘরে, আনন্দ আর খুশিও
দাও ছড়িয়ে, তাক ধিনা ধিন নাচছে পোষা পুশিও।
চেঞ্জ হয়েছে ঘরের শোভা, লাগছে নতুন পর্দাও
রান্নাঘরে সুবাস ছড়ায়... ফিরনি পোলাও জর্দাও।
নতুন কাপড় নতুন জুতা থাকুক মুখে হাসিও
পথশিশু-বঞ্চিতদের একটু ভালোবাসিও।
ঈদের রঙে রাঙাও আমার লাল-সবুজের দেশটাকে
রঙের ছোঁয়ায় মুছবে আঁধার, দেশকে দেবো ইবংঃ-টাকে।