মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সালমানের বিপদে কেউ পাশে নেই!

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১১:০৯ পিএম

গ্যাংস্টারদের হুমকি সত্বেও জীবনের ঝুকি নিয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করেছিলেন সালমান খান। তাই এই ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে সব প্রত্যাশা ভেঙে গেছে। এর মধ্যেই সালমানের একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে আক্ষেপ করতে দেখা গেছে ভাইজানকে।

ভিডিও দেখে সালমানের ভক্তরাও হতাশ। অন্য তারকাদের ছবি মুক্তি পেলে সালমান উৎসাহ দিয়ে থাকেন। প্রকাশ্যে সেই ছবি দেখার আবেদন করেন। কিন্তু তার ছবির বেলায় যেন গোটা বলিউড নীরব। এক সাক্ষাৎকারে এই বিষয়টি সালমানের সামনে তুলে ধরেন সঞ্চালক। এই প্রশ্ন করার পরে সালমানের অভিব্যক্তি দেখে ভক্তদের  মন ভেঙেছে। যদিও ভাইজান বলেছেন, ‘ওরা সবাই হয়তো ভাবে, আমার ছবির জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সবার উৎসাহের দরকার পড়ে।’

ভিডিও ছড়িয়ে পড়তেই তার ভক্তরা সালমানের জন্য প্রার্থনা করতে শুরু করেন। এই ভিডিওতে নাকি ভাইজানকে বয়সের তুলনায় বেশি বিধ্বস্ত ও ক্লান্ত লাগছে। ঈদে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। ঈদের সময় ভাইজানের ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ ভরে উঠতে সময় লাগত না। কিন্তু এই বার ব্যতিক্রমের সাক্ষী থাকলেন সালমান। অধিকাংশ দিনই প্রেক্ষাগৃহ খালি থেকে গেল।

ছবি মুক্তির আগেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। তার প্রভাব সরাসরি ছবির বক্স অফিসে পড়েছে বলে অনুমান সালমান-ভক্তদের। এই ছবির জন্য বিতর্কেও পড়েছেন অভিনেতা। ৩১ বছরের ছোট নায়িকা রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধা নাকি ভাল ভাবে নেননি অনেকে। পর্দাতেও তাদের রসায়ন ধরা পড়েনি। তার উপর সালমানের অতিরিক্ত ওজনবৃদ্ধিও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন সমালোচকরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত