শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১০:০৯ এএম

ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।  সোমবার  (৭ এপ্রিল)  ভোর থেকে কমপক্ষে ৬০ জন নিহত এবং ১৮ মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে চার লাখের ও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত