পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে টহলরত চারটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান। মঙ্গলবার মধ্য রাতে কাশ্মীরের পাকিস্তান অধিকৃত আকাশে টহলরত ভারতীয় বিমানগুলো পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পিটিভি নিউজ।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় বিমানগুলো জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) আকাশসীমায় টহল দেওয়ার সময় পাকিস্তানের যুদ্ধবিমান তাদের উপস্থিতি শনাক্ত করে এবং দ্রুত ধাওয়া দেয়।
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটল।
নিরাপত্তা সূত্রের বরাতে পিটিভি নিউজ ও রেডিও পাকিস্তান জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমানকে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রাতে টহল দিতে দেখা গেছে।
রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিক ভারতীয় যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত করে।
পিটিভি নিউজের খবরে বলা হয়েছে, ‘পিএএফের কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফাল যুদ্ধবিমানগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালাতে বাধ্য হয়। নিরাপত্তা সূত্রগুলো আরও নিশ্চিত করেছে, সশস্ত্র বাহিনী ভারতের যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ।
তবে দুদেশের সরকার ও সশস্ত্র বাহিনী এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।