মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সেনাবাহিনীর অভিযান

নড়াইলে দেশীয় অস্ত্রসহ আটক ৩

আপডেট : ১১ মে ২০২৫, ১২:৪৮ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ৩জনকে আটক করা হয়েছে। শনিবার  মধ্যরাত থেকে রবিবার (১১ মে) সকাল আটটা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় ৩টি বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মো. আনিস শেখ (৫০), আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৪০), এনামুল মোল্লার ছেলে মো. চঞ্চল মোল্যাকে (৪৩) আটক করা হয়।

এসময় আটকদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড তাজা কার্তুস, ১৭টি কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ৭টি ছ্যানদা, ৭টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তীর ধনুক, ৩টি চাপাতি, ১৯টি সড়কি, ৬টি ঢাল, ২টি সর্টগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে। মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত