শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ঢাকা রেঞ্জের ডিআইজি বললেন

সরাসরি কথা বলতে পারবেন ভুক্তভোগীরা

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:৪০ এএম

ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে জনসেবায় একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘ভুক্তভোগীরা চাইলে সরাসরি আমার সঙ্গেও কথা বলতে পারবেন।’ পুলিশের কোনো কর্মকর্তা বা সদস্যরা অপকর্ম করলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠন রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসী কার্যকলাপ চালালে তাদের কঠোরভাবে দমন করা হবে। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেজাউল করিম। এ সময় রেঞ্জের অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি রেজাউল করিম বলেন, ‘জনগণের সেবাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে ঢাকা রেঞ্জের আওতাধীন প্রতিটি থানা, ফাঁড়ি, জেলা পুলিশ সার্কেল অফিস ও সংশ্লিষ্ট কার্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। একইসঙ্গে সার্বক্ষণিক নজরদারির জন্য ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত