বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

গাজার স্কুলে বোমা হামলায় নিহত ১৫

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:২২ এএম

গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের ফাতিমা বিনতে আসাদ স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৭১ দিন ধরে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে বেশ কয়েকজন হামাসের সদস্য বলে দাবি করেছে ইসরায়েল। এ ছাড়া আহত হয়েছে অনেকে, যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের সামরিক স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছে। এ ব্যক্তিই উপত্যকাটিতে শেষ জীবিত মার্কিন বন্দি বলে মনে করা হচ্ছে। হামাস বলেছে, দীর্ঘদিন ধরেই ওই বন্দির মুক্তির বিষয়ে কূটনৈতিক আলোচনা চলছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত