শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

নতুন ওমরাহ ক্যালেন্ডার ঘোষণা

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:২৬ এএম

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের ওমরাহ মৌসুমের ক্যালেন্ডার ঘোষণা করেছে। এই ঘোষণায় বিদেশি হাজিদের জন্য নির্ধারিত সময়সূচি তুলে ধরা হয়েছে, যারা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গমন করবেন।

পবিত্র হজের জন্য অন্য বছরের তুলনায় এবার আগেভাগেই ওমরাহ ভিসা বন্ধ এবং ওমরাহ যাত্রীদের দেশত্যাগের সময় বেঁধে দেয় সৌদি আরব। যে কারণে রমজান মাসের শেষের দিকে অনেকেই আর ওমরাহ করতে যেতে পারেননি। তাই আগামী বছর কত দিন ওমরাহ ভিসা চালু থাকবে এবং কবে থেকে ভিসা দেওয়া শুরু হবে, সেটা আগেই জানিয়ে দিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য হজ-পরবর্তী ওমরাহ ভিসা প্রদানের কার্যক্রম ১১ জুন থেকে শুরু হবে। তবে কবে থেকে ওমরাহ পালনকারীরা দেশটিতে প্রবেশ করতে পারবেন, সেটা এখন স্পষ্ট করে বলা হয়নি।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্রে আল আরাবিয়া জানিয়েছে, চলতি বছর হজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১১ জুন থেকে বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য ওমরাহ ভিসা চালু করা হবে।

হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, রমজানের শেষ পর্যন্ত ওমরাহ ভিসা দেওয়া যাবে এবং ১ শাওয়াল থেকে ওমরাহ ভিসা প্রদান বন্ধ হয়ে যাওয়ার পর কেবল ইস্যুকৃত ভিসাধারী ওমরাহ যাত্রীরা ১৫ শাওয়াল পর্যন্ত দেশে প্রবেশ করতে পারবেন।

ওমরাহ ভিসায় সৌদি আরব আসা যাত্রীদের আগামী (২০২৬) বছর হজ মৌসুমের আগে অর্থাৎ ১৪৪৭ হিজরির ১৫ জিলকদের মধ্যে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত