গরমে অনেকেরই এসির দরকার পড়বে। অনেকদিন এসি বন্ধ থাকার পর এই ইউনিটগুলো ব্যবহারের আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করার প্রয়োজন। দীর্ঘদিন বন্ধ থাকায় ধুলো, ময়লা এমনকি কীটপতঙ্গও সিস্টেমে জমা হতে পারে। যা সম্ভাব্য ব্লকেজ বা ক্ষতির কারণ হতে পারে। তবে এসি সার্ভিস না করে চালালে সমস্যা হতে পারে। চাইলে নিজেই এসি সার্ভিস করে নিতে পারেন
স্পিøট এসির ইউনিটের জন্য : প্রথমে এসি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করুন। এবার সামনের প্যানেলটি খুলুন এবং জালের মতো এয়ার ফিল্টারটি সরিয়ে রাখুন। বেশিরভাগ ধুলো এবং ময়লা এখানেই আটকে থাকে। এটি সরিয়ে কলের পানি দিয়ে পরিষ্কার করে নিন। তাতে ধুলো যা থাকবে তা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এটি পুনরায় ইনস্টল করার আগে রোদে ভালোভাবে শুকাতে দিন। প্রতি ১৫ দিন পরপর নিয়মিত পরিষ্কার করলে এসির শীতলতা ঠিক থাকবে। সেইসঙ্গে ধুলো জমা হওয়াও রোধ করে।
সময়ের সঙ্গে সঙ্গে, আপনার এসি ইউনিটের সাদা প্লাস্টিক হলুদ হয়ে যেতে পারে। এর চেহারা পুনরুদ্ধার করতে, কলিনের মতো ক্লিনার অথবা ভিনেগার এবং পানির মিশ্রণ ব্যবহার করুন। ডিটারজেন্ট পানিতে ডুবিয়ে একটি কাপড় দিয়ে নিয়মিত মুছে ফেলাও এর রঙ বজায় রাখতে সাহায্য করতে পারে। এছাড়াও এসিতে যদি ঘরঘরে শব্দ হতে থাকে, তাহলে বুঝতে হবে এসির কোনো সমস্যা হয়েছে। দ্রুত সার্ভিসিং প্রয়োজন। সেক্ষেত্রে টেকনিশিয়ান ডাকা ছাড়া কোনো উপায় নেই।
সাধারণ পরিষ্কারের টিপস : পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে এসির ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ এসি ইউনিট মুছে ফেলুন। ছিদ্র এবং কোণের ধুলো পরিষ্কার করতে ব্রাশ ব্যবহার করুন। নিয়মিত এসি পরিষ্কার করলে এসির কর্মক্ষমতা বজায় থাকবে এবং দীর্ঘদিন ভালো থাকবে।