খাল পরিষ্কারে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে বিএনপি ও জামায়াত নগরীতে খাল খনন শুরু করেছে। খাল সংস্কার ও খননে রাজনৈতিক এই দলগুলোর সংযুক্তির বিষয়টি মূলত চট্টগ্রাম সার্কিট হাউজে জলাবদ্ধতা নিরসনে ৮ মার্চের সমন্বয় সভায় উপদেষ্টা ফাওজুল কবির খান উত্থাপন করেন। এ সময় তিনি খাল খননে এনজিও ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো এগিয়ে এলে সমাজের প্রতি যেমন তাদের দায়বদ্ধতা বাড়বে, তেমনি সরকারি সংস্থাগুলোও একটু স্বস্তি পাবে এবং সরকারের অর্থের সাশ্রয় হবে বলে তিনি উল্লেখ করেছিলেন।
এদিকে উপদেষ্টা ফাওজুল কবির খানের এই আহ্বানে সাড়া দিয়ে প্রথমে জামায়াতে ইসলামী বাংলাদেশ নগরীর বাকলিয়ায় বির্জা খাল খনন ও সংস্কার কার্যক্রম শুরু করে। অন্যদিকে বিএনপি নগরীর উত্তর কাট্টলী নাজির খাল ও কালির ছড়া খালে সংস্কার কার্যক্রম শুরু করে। দুই রাজনৈতিক দলের এই কার্যক্রমকে সমাজের জন্য খুবই ইতিবাচক উল্লেখ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘উপদেষ্টা যে আহ্বান করেছেন তা খুবই যুগান্তকারী আহ্বান। বর্তমান সময়ের রাজনীতি শুধু সেøাগাননির্ভর নয়, সমাজের জন্য ও মানুষের জন্য করতে হবে। আর রাজনৈতিক দলগুলো যখন খাল খননসহ এ ধরনের কাজ করবে, তখন এগুলো ভরাট হওয়া থেকেও তারাই রক্ষা করবে। সরকারে না থেকেও যে জনগণের জন্য কাজ করা যায় এই উদ্যোগ সেটাই দেখিয়ে দিয়েছে।’