বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সরকারের আশ্বাসে সূচকের উন্নতি

আপডেট : ১৩ মে ২০২৫, ০২:৩৬ এএম

ধারাবাহিক মন্দায় থাকা দেশের শেয়ারবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচ নির্দেশনার পর গতকাল সোমবার ইতিবাচক ধারায় ফিরেছে সূচক। সাধারণ বিনিয়োগকারীরা জানান, বর্তমান সরকার প্রধান বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। তিনি বিনিয়োগকারীদের দুঃখ বুঝতে পেরেছেন এবং বাজার উন্নয়নে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা সঠিকভাবে নির্দেশনা প্রতিপালন করলে দ্রুত সময়ের মধ্যে বাজার ঘুরে দাঁড়াবে বলে তাদের বিশ্বাস।

গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবস গত বৃহস্পতিবার ৮ মে একদিনে সূচকটি প্রায় ১০০ পয়েন্ট বেড়েছিল। এ নিয়ে টানা দুই কার্যদিবসে ১১৯ পয়েন্ট যোগ হয়েছে। তবে ৭ মে পাকিস্তান-ভারত যুদ্ধাবস্থায় একদিনে প্রায় ১৫০ পয়েন্ট হারিয়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে নেমে আসে ডিএসইএক্স।

এদিকে গতকাল ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্ট বাড়লেও বাছাই করা ৩০ কোম্পানির ডিএস৩০ সূচক ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৮১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৪ কোটি ৯ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১৮৯টি কোম্পানির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭২৩ পয়েন্টে, শরিয়াহ সূচক শূন্য দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৮৮৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৫ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১১ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে মোট ১৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়ে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ২৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৯১টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত আছে ২০টির কোম্পানির শেয়ার ও ইউনিটের।

পুঁজিবাজার সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘লুটপাটের মাধ্যমে শেয়ারবাজার বেসামাল করে দেওয়ার পেছনে কয়েক দশক ধরে যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনতে না পারলে মানুষের আস্থা ফিরবে না। শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তা অকল্পনীয়। আমাদের অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে শেয়ারবাজারকে এমন অবস্থায় ফেরাতে হবে, যেন মানুষ আস্থা ফিরে পায়, এটা যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত