বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

লোটোর অত্যাধুনিক কারখানা উদ্বোধন

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:৩৯ এএম

গাজীপুরের কাপাসিয়ায় আগামী ১৮ মে লোটো বাংলাদেশের অত্যাধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এতে থাকবে অত্যাধুনিক অটোমেশন লাইন, পরিবেশবান্ধব টেক সলিউশন এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশসহ প্রশিক্ষণ কেন্দ্র, যা দক্ষ জনবল গড়ে তুলবে। নতুন কারখানার মাধ্যমে অত্র এলাকায় সহস্রাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানির পথ সুগম হবে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধন অনুষ্ঠানেই লোটো বাংলাদেশ উন্মোচন করতে যাচ্ছে তাদের নতুন প্রযুক্তিপূর্ণ পণ্য ‘সুপার লাইট’ যা হালকা, আরামদায়ক, পানিরোধী এবং পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে। আধুনিক ডিভেন্টিলেশন হোলসমৃদ্ধ ডিজাইনের অত্যাধুনিক এই পণ্য আধুনিক লাইফস্টাইল, পারিবারিক উপলক্ষ, ক্যাজুয়াল ওয়্যার, আনন্দঘন পরিবেশ, সামার বিচ এবং আউটিংয়ে বহুমুখী ব্যবহার নিশ্চিত করবে। দেশ জুড়ে ২২০টিরও বেশি আউটলেটে বিপুল সমারোহে নতুন এই পণ্য নিয়ে লোটো বাংলাদেশ স্টাইলিশ ও ফ্যাশনপ্রেমী গ্রাহকদের জন্য অপেক্ষা করছে।

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড যাত্রা শুরু করে ২০০৭ সালে। শুরু থেকেই প্রিমিয়াম মানের পাদুকা পণ্য উৎপাদনে মনোনিবেশ করে। ৩৫ জন কর্মচারী নিয়ে শুরু করলেও, ক্রমবর্ধমান মাননিয়ন্ত্রণ ও গ্রাহকসেবা নীতির কারণে দ্রুতই বাংলাদেশ মার্কেটে বিশেষ গ্রহণযোগ্যতা ও বিশ্বাস অর্জন করতে থাকে। ২০১০ সালের দিকে আন্তর্জাতিক মান অনুসারে উৎপাদন সম্প্রসারণের ফলে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করে, যার ফলে ২০১১ সালে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড ইতালির নম্বর ওয়ান স্পোর্টস ব্র্যান্ড লোটোর লাইসেন্সিং মর্যাদা পায় এবং লোটো বাংলাদেশের যাত্রা শুরু হয়।  লোটোর এএমএফ সুপার কমফোর্ট টেকনোলজির আলট্রা ব্রিদেবল আর কমফোর্টেবল ফোমিংয়ে কর্মব্যস্ত সারাটা দিনেও দেয় অতুলনীয় আরামের নিশ্চয়তা। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত