নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এই আদেশ দেন। আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানিতে ৬-৭ সিনিয়ির আইনজীবী অংশ নেন।
শুনানি শেষে আদালত থেকে বের হয়ে আইনজীবীরা জানান, কারাগারে যাতে আইভী ডিভিশন পান সেজন্য তারা আদালতে আবেদন করেছেন। আদালত তাদের আবেদন আমলে নিয়ে ডিভিশন প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। তবে বিচারক আইভীর জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছেন। জামিনের জন্য তারা অচিরেই জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করবেন।
গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পেশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় রাতভর নাটকীয়তার পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।