শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ব্যালন ডি'অর নয় দলীয় শিরোপা নিয়ে ভাবেন রাফিনহা

আপডেট : ১৩ মে ২০২৫, ০৭:১৫ পিএম

এই মৌসুমে দারুণ খেলছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে করেছেন ৩৪ গোল, অ্যাসিস্ট ২৫টি। এই মৌসুমে দলটির হয়ে জিতেছেন কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। লা লিগা জয় থেকেও মাত্র দুই পয়েন্ট দূরে বার্সেলোনা। এমন দারুণ সাফল্যের কারণে এবারের ব্যালন ডি'অর তালিকায় ফেবারিটদের একজন রাফিনহা। তবে ব্যালন ডি'অর নয় দলীয় সাফল্যই বড় রাফিনহার কাছে।

রাফিনহা বলেন, 'আমি ব্যালন ডি'অর নিয়ে ভাবি না, আমার লক্ষ্য এটি নয়। তবে যদি আমি জিততে পারি সেটা, আমার ক্লাব ও দেশের হয়ে যে কাজ করি তার স্বীকৃতি পাওয়া হবে। আমার লক্ষ্য হলো দলের জন্য শিরোপা জেতা। ব্যক্তিগত পুরষ্কারের জায়গাটা আমার কাছে পরে, যদি না জিততে পারি (ব্যক্তিগত ট্রফি) তাতে আমার কিছু যায় আসে না।'

২০২২ এ বার্সেলোনায় যোগ দেন রাফিনহা। গুঞ্জন ছিল ক্লাব ছাড়তে পারেন এই ব্রাজিলিয়ান। রাফিনহা জানালেন, কোচ ফ্লিকের কারণেই তিনি থেকে গেছেন বার্সেলোনায়। 'আমি বার্সায় থেকে গেছি কোচ ফ্লিকের জন্য। তিনি আমাকে বলেছিলেন আমি তার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তিনি খেলোয়াড়দের বিষয়ে ভাবেন।'

পুরো মৌসুমের কথা বিবেচনা করে একাধিক অধিনায়ক নির্বাচিত করে থাকে ক্লাবগুলো। বার্সেলোনার অধিনায়কের তালিকাতে আছেন রাফিনহাও। এ নিয়ে তিনি বলেন, 'অধিনায়ক নির্বাচিত হওয়াটা আমাকে আনন্দিত করেছে। আমার স্বপ্ন ছিল এই ক্লাবে খেলা আর অধিনায়কের আর্মব্যান্ড পাওয়াটা আমার কাছে বিশেষ কিছু।'

ব্রাজিলিয়ান হওয়াতে নেইমারের সঙ্গে যোগাযোগ আছে রাফিনহার। একটা সময় নেইমারের বার্সেলোনাতে ফেরার বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে বলে জানান রাফিনহা। 'নেইমারের বার্সায় ফিরে আসা নিয়ে অনেক কথা হয়েছে। ''আমি তাকে (নেইমার) বলেছিলেন তুমি জানো ক্লাব তোমাকে ভালোবাসে, সমর্থকরা ভালোবাসে সবাই তোমাকে সমর্থন দেবে।'' তবে এটি তো শুধু আমার বা তার উপর নির্ভরশীল ছিল না।'

রাফিনহার বয়স বর্তমানে ২৮ বছর। তার পেশাদার ক্যারিয়ারের শুরুটা পুর্তুগালের ক্লাবে হলেও ইয়ুথ ক্যারিয়ার ব্রাজিলের ক্লাব আভাইতে। কোন সময় ব্রাজিলিয়ান লিগে ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রাফিনহা বলেন, 'আমি কোন একদিন ব্রাজিলিয়ান লিগে খেলার কথা ভেবেছি। তবে এখন আমার লক্ষ্য শুধুই বার্সেলোনা অন্যকিছু না।'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত