শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় গুগল

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:৫১ এএম

এবার টিভি ও সিনেমার জন্য কনটেন্ট তৈরিতে যুক্ত হচ্ছে গুগল। ‘হান্ড্রেড জিরো’ নামে নতুন একটি প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে সম্ভাবনাময় চলচ্চিত্র ও ধারাবাহিক খুঁজে বের করে সেগুলোর অর্থায়ন ও সহ-প্রযোজনায় অংশ নিতে চায় তারা।

গুগলের মালিকানাধীন অ্যালফাবেট করপোরেশনের অধীনে পরিচালিত এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে রেইঞ্জ মিডিয়া পার্টনার্স নামের প্রতিভা ব্যবস্থাপনা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে। রেইঞ্জ ইতিমধ্যে ‘আ কমপ্লিট আননোন’ এবং ‘লংলেগস’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়, গুগল এই প্রকল্পের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বাস্তব ও ভার্চুয়াল জগতের সমন্বয়ে নির্মিত ‘স্পেশাল কম্পিউটিং’ প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করতে চায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত স্বাধীন ধারার ভৌতিক চলচ্চিত্র ‘কাকু’-এর বিপণনে এই উদ্যোগ থেকে সহায়তা করা হয়েছিল। বিনোদনবিষয়ক প্ল্যাটফর্ম লেটারবক্সডের তথ্যানুসারে, ‘এক শ জিরো’ ছিল চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক।

২০২৩ সালের অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের পর যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্পে ব্যয় বেড়েছে। পাশাপাশি বিদেশে নির্মিত চলচ্চিত্রে সম্ভাব্য আমদানি শুল্ক আরোপের আশঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে গুগলের এই পদক্ষেপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

গুগল এরই মধ্যে রেইঞ্জ মিডিয়ার সঙ্গে একটি পৃথক অংশীদারত্বে যুক্ত হয়েছে, যার আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চলচ্চিত্র নির্মাণে ১৮ মাসের একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় নির্মিত প্রথম দুটি চলচ্চিত্র ‘সুইটওয়াটার’ এবং ‘লুসিড’ এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ‘এক শ জিরো’ প্রকল্পের তৈরি কনটেন্ট ইউটিউবে প্রচার করা হবে না। সেগুলো বিক্রি করা হবে বড় স্টুডিও ও নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং সেবাদানকারী প্ল্যাটফর্মে।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘ইউটিউব অরিজিনালস’ নামে নিজস্ব প্রযোজনায় মৌলিক কনটেন্ট নির্মাণ শুরু করে ইউটিউব। তবে ২০২২ সালে সে প্রকল্প বন্ধ করে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের তৈরি ভিডিও ও শর্টস নামের স্বল্পদৈর্ঘ্য কনটেন্টে মনোযোগ কেন্দ্রীভূত করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত