প্রযুক্তি জগতে বহুল প্রতীক্ষিত গুগল আইও-২০২৫ সম্মেলন শুরু হতে যাচ্ছে ২০ মে। দুই দিনব্যাপী এ সম্মেলনে গুগল তার নতুন পণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন এবং প্রযুক্তিগত পরিবর্তনগুলো ঘোষণা করবে। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত এ সম্মেলনে সবচেয়ে বড় ঘোষণা হতে পারে। গুগলের এআই চ্যাটবট জেমিনির শক্তিশালী সংস্করণ ‘জেমিনি আলট্রা’-এর উন্মোচন হবে এখানে। এর সঙ্গে নতুন সাবস্ক্রিপশন প্ল্যানও আসতে পারে। অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে বড় ঘোষণা আসতে চলেছে, যেখানে থাকবে নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’, উন্নত নোটিফিকেশন ব্যবস্থা এবং অরাকাস্টের সমর্থন। এক্ষেত্রে ব্যবহারকারীরা আরও প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা পাবে। গুগলের মিক্সড রিয়েলিটি অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড এক্সআর’ এবং পরিধানযোগ্য ডিভাইসের জন্য ‘ওয়্যারএক্সআর’ সফটওয়্যার নিয়েও আলোচনা হবে। এ ছাড়া ক্রোম ব্রাউজার, গুগল ক্লাউড এবং নতুন এআই ভাষা মডেল ‘লার্নএলএম’-এর হালনাগাদ সংস্করণসহ অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।