বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আইএমএফ শর্তে নমনীয় বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:৫৮ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্ত মেনে মার্কিন ডলারের বিনিময় হারে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংস্থাটি আগামী জুনে নতুন কিস্তিতে ১৩০ কোটি ডলার বা ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার ঋণ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে আজ সংবাদ সম্মেলন ডেকেছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, গত এপ্রিল থেকে শুরু করে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে-বিদেশে এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে তিন দফা বৈঠক করে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। বৈঠকগুলোতে ডলারের বিনিময় হার বিষয়ে একমত না হওয়ায় ঋণ কর্মসূচির নতুন কিস্তি ছাড়ে অনিশ্চয়তা দেখা দেয়। সর্বশেষ উভয় পক্ষের বাজারের চাহিদার ওপর ডলারের দাম হ্রাস-বৃদ্ধির সুযোগ রাখার বিষয়ে একমত হয়েছে।

নতুন পদ্ধতিতে ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা বেচা-কেনায় আড়াই শতাংশ হারে বাড়ানো বা কমানো যবে। ক্রলিং পেতে বর্তমানে মধ্যবর্তী দর ১১৯ টাকা। এর সঙ্গে বিদ্যমান আড়াই শতাংশের পরিবর্তে চার শতাংশ করিডর দেওয়া হতে পারে। এই নিয়ম নিয়ে আগে আইএমএফ-এর সঙ্গে মতবিরোধ থাকায় ঋণের কিস্তি আটকে ছিল।

তথ্যমতে, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এর আগে গত বছর জুন পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য তিন বছরের এই ঋণ কর্মসূচি অনুমোদন করে। গত বছরের ডিসেম্বরে চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা থাকলেও নানা শর্তে তা আটকে দেয় আইএমএফ। শর্ত পূরণ করা শর্তে চলতি বছর মার্চে ঋণের চতুর্থ কিস্তি ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থাটি। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় চতুর্থ ও পঞ্চম কিস্তি একত্রে চলতি বছরের জুনে দেওয়া হতে পারে। সবশেষ সেই ধারণাই সত্যি হতে যাচ্ছে।

ঋণের এই অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২ হাজার ২০৪ কোটি ৭৮ লাখ বা ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ বর্তমানে ২ হাজার ৭৪১ কোটি ডলার বা ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক প্রকৃত রিজার্ভ হিসাব করতে ৫৩৬ কোটি ডলার বাদ দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত