সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

১ কোটি ১০ লাখ লিটার তেল কিনছে টিসিবি

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:০৪ এএম

সাশ্রয়ী দামে বিক্রি করার জন্য ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্র্যান বা কুড়ার তেল কিনছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সাশ্রয়ী দামে বিক্রির জন্য প্রতি লিটার ১৬১ টাকা দরে কিনবে টিসিবি। এ দফায় স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার তেল। এই তেল কিনতে মোট ব্যয় হবে ১৭৭ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উন্মুক্ত দর পদ্ধতিতে ডাকা এ তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ তেল বিক্রি করবে টিসিবি। এ জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে চারটি দরপ্রস্তাব জমা পড়ে। প্রতিটি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপন্সিভ হয়।

জানা গেছে, মজুমদার প্রোডাক্ট লিমিটেড থেকে ৫০ লাখ লিটার, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ লাখ লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ লাখ লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ লাখ লিটার রাইস ব্রান বা কুঁড়ার তেল কিনবে টিসিবি।

এ ছাড়া দেশের জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগ। সিঙ্গাপুর থেকে এই এক কার্গো এলএনজি আমদানি করতে মোট ব্যয় হবে ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা। ক্রয় কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৬-২৭ জুন ২০২৫ সময়ে ২৬তম) এলএনজি আমদানির প্রস্তাব নিয়ে আসে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।

পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার পারচেজ অ্যান্ড সেলস এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ছয়টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দাখিল করা ছয়টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত