শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

আমিরাত যাচ্ছেন লিটনরা, পাকিস্তানে যাবেন কি?

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:১৪ এএম

যুদ্ধের দামামা থেমে যাওয়ার পর সীমান্তের দুই পাশেই মাঠে ফিরছে ক্রিকেট। ১৭ মে শনিবার থেকে ফের শুরু হচ্ছে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগ। পাকিস্তানে ক্রিকেট শুরু হওয়ায় যথাসময়ে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ আয়োজন হওয়া নিয়ে শঙ্কার মেঘও খানিকটা দূর হয়েছে।

২৫ মার্চ থেকে ফয়সালাবাদ স্টেডিয়ামে শুরু হওয়ার কথা পাকিস্তান-বাংলাদেশের ৫ টি-টোয়েন্টির সিরিজ। প্রথম দুই ম্যাচের পর সিরিজের শেষ তিন ম্যাচ হবে লাহোরে। পিএসএলের সংশোধিত সূচিতে ২৫ মার্চ লাহোরে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। সেক্ষেত্রে অবধারিতভাবেই পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ। পাকিস্তান যাওয়ার পথে ১৭ এবং ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই উদ্দেশ্যে আজই বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা। পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবেই আমিরাতের শারজায় দুটো টি-টোয়েন্টি খেলার বন্দোবস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সিরিজ পিছিয়ে গেলেও আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ পেছানোর উপায় নেই। কারণ সম্প্রচার স্বত্ব, গ্যালারির টিকিট এরই মধ্যে বিক্রি শুরু করে দিয়েছে এমিরেটস ক্রিকেট। তাই পাকিস্তান সিরিজ হবে কি হবে না এই অনিশ্চয়তা নিয়ে বিমান ধরবেন ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনো বাংলাদেশ সিরিজ পেছানো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি। মঙ্গলবার নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। ২৬ মে থেকে হেসন দায়িত্ব বুঝে নেবেন বলে পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ধারণা করা যায় পিএসএল-এর পর জাতীয় দল নিয়ে কাজ শুরু করবেন হেসন। লম্বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম এবং জাতীয় দলের নতুন কোচের অধীনে প্রস্তুতিমূলক ক্যাম্প ছাড়া নিশ্চয়ই খেলোয়াড়দের মাঠে নামিয়ে দেবে না পিসিবি। তাই পেছাচ্ছে পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরুর তারিখ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি সংশোধিত ভ্রমণসূচি পাঠিয়েছে।

নতুন সূচি অনুসারে, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো কিছু গতকাল পর্যন্ত বলা হয়নি। স্বাভাবিকভাবেই এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি একা নেবে না। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন ও নিরাপত্তা সংস্থার পরামর্শ মেনেই এগোবে তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত