সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

১২০ টাকায় মিলল পুলিশে চাকরি

আপডেট : ১৬ মে ২০২৫, ০৫:৩৯ এএম

মাত্র ১২০ টাকা খরচ করেই ফরিদপুরে এবার পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ২৭ জন নারী ও পুরুষ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ফরিদপুর থেকে আবেদন করেন ১ হাজার ১০৮ জন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৩৬০ জন প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়। গত ৪ মে লিখিত পরীক্ষায় অংশ নেয় ৩৫৩ জন। এর মধ্যে ৯১ জন পাস করে। বুধবার দিনভর ভাইভাসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ২৬ জন পুরুষ ও ১ জন নারী কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আবদুল জলিল জানান, শতভাগ স্বচ্ছতা ও নিয়মানুযায়ী ১২০ টাকা খরচ করে চাকরি দেওয়া হয়েছে। যারা চাকরি পেয়েছেন, তারা তাদের যোগ্যতাই পেয়েছেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত