সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মদের বোতল ভর্তি প্রাইভেট কারের চাপায় আহত ৬

আপডেট : ১৬ মে ২০২৫, ০৫:৪১ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদ ভর্তি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের সবজি বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলে ছয়জন আহত হওয়ায় উপস্থিত জনতা প্রাইভেট কারটি ধাওয়া করে। এরপর ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মার্কাজ মসজিদসংলগ্ন এলাকায় ফের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট কারটি। চালক পালিয়ে যান। এ সময় উপস্থিত জনতা প্রাইভেট কারে থাকা বিদেশি মদ কাড়াকাড়ি করে লুফে নেয়। হাতে হাতে মদের বোতল নিয়ে বাড়ি ফেরেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ। পরে থানায় এনে প্রাইভেট কার তল্লাশি করে আরও ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

গতকাল বিকেলে গ্রেপ্তারর চালক রোকনুজ্জামান মিয়াকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। রোকনুজ্জামানের বাড়ি গাজীপুরের শ্রীপুরের ভাংগনাহাটি-পাড়া গ্রামে। সে ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

প্রাইভেট কারের ধাক্কায় আহতরা হলেন বাচ্চু মিয়া (৪৫), মামুন মিয়া (৩০), চম্পা আক্তার (৩৫), বিপুল (২২), ফরিদ (২৫) ও শাহনাজ পারভীন (৩০)। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তারা সবাই ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা রাজু করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত