ভক্তদের ওয়েস্টেরসে ফেরার অপেক্ষা আরও বাড়ল। পিছিয়ে গেল জনপ্রিয় এই সিরিজের আসন্ন স্পিনঅফ ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’।
এর আগে আনুষ্ঠানিক কোনো মুক্তির তারিখ ঘোষিত না হলেও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির কর্মকর্তারা জানিয়েছিলেন যে, ‘হাউজ অব দ্য ড্রাগন’র পর গেম অব থ্রোনস’র দ্বিতীয় এইচবিও প্রিক্যুয়েল হিসেবে ২০২৫ সালের শেষ নাগাদ প্রচারে আসছে নতুন সিরিজটি।
তবে বুধবার (১৪ মে) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিজ্ঞাপনদাতাদের সামনে আ নাইট অব দ্য সেভেন কিংডমস ট্রেলার প্রদর্শনী অনুষ্ঠানে সিরিজটির মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জন উঠে। ট্রেলারের শেষ দৃশ্যে লেখা ছিল ‘২০২৬’।
এ বিষয়ে এইচবিও কনটেন্ট চেয়ারম্যান এবং সিইও কেসি ব্লয়েস মঞ্চে বিষয়টি আরও নির্দিষ্ট করে জানান, সিরিজটি শীতকালে মুক্তি পাবে, যা ২০২৬ সালের প্রথমদিকে মুক্তির ইঙ্গিত দেয়।
এদিকে, হাউস অব দ্য ড্রাগন’র তৃতীয় সিজন মুক্তির চূড়ান্ত ঘোষণা এখনও দেয়নি এইচবিও। এখনও সিরিজটির কাজ চলছে বলে জানা যায়।
প্রসঙ্গত, জনপ্রিয় লেখক-চিত্রনাট্যকার জর্জ আরআর মার্টিনের ‘দ্য হেজ নাইট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে আ নাইট অব দ্য সেভেন কিংডমস সিরিজটি, যা গেম অব থ্রোনস’র প্রায় ১০০ বছর আগে এবং হাউস অব দ্য ড্রাগন’র ১০০ বছর পরে আখ্যান। যেখানে গল্প আবর্তিত হবে নাইট সের ডানকান দ্য টল (পিটার ক্ল্যাফি) এবং তার তরুণ স্কয়ার এগকে (ডেক্সটার সল আনসেল) কেন্দ্র করে।
প্রথমে সিরিজটির নির্মাতা হিসেবে ওয়েন হ্যারিসের নাম ঘোষিত হয়। জানানো হয়, প্রথম তিনটি পর্ব পরিচালনা করবেন তিনি। এরপর নির্মাতা সারা আদিনা স্মিথকে প্রথম সিজনের ছয়টি পর্বের মধ্যে তিনটির পরিচালক বলে ঘোষণা দেওয়া হয়েছিল।