সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

৫৩ বলে দ্রুততম সেঞ্চুরি ইমনের, ছক্কার রেকর্ড

আপডেট : ১৮ মে ২০২৫, ০১:১১ এএম

শারজায় আমিরাতের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেম ইমন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি হিসেবে এটি দ্রুততম সেঞ্চুরি। এই বিধ্বংসী ইনিংস খেলার পথে ৯ ছক্কা হাকিয়েছেন এই বা-হাতি, যা টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনো বাংলাদেশির সর্বাধিক।

এর আগে বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। ২০১৬ সালে ওমানের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আজ শারজায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ৭ উইকেটে ১৯১ রান। ওপেনার ইমন আউট হন ইনিংসের শেষ ওভারের প্রথম বলে। ৫৪ বলে তার ১০০ রানের ইনিংসে ছিল ৫ চার ও ৯ ছক্কা। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা ছিল রিশাদের, ৭টি। ৬টি ছক্কা দুইবার মেরেছিলেন জাকের। এই জাকের আজ ১৩ বলে ১৩ করে আউট হয়েছেন।

অবশ্য ইমন একবার আউট হয়েছিলেন ব্যক্তিগত ৮৪ রানে থাকতে, তবে বলটি নো হওয়াতে বেঁচে যান তিনি। বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। এছাড়া লিটন দাস (১১), তানজিদ হাসানরা (১০) ইনিংস বড় করতে পারেননি। ফলে বাংলাদেশের সংগ্রহও দুইশো ছুঁতে পারেনি।

আরব আমিরাতের জাওয়াদউল্লাহ ২১ রান দিয়ে ৪ উইকেট নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত