সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ১৮ মে ২০২৫, ১২:৩৯ এএম

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি সমন্বয় করতে দীর্ঘ ২০ বছর পর গতকাল শনিবার দেশের শেয়ারবাজার ও ব্যাংককে লেনদেন হয়েছে। এর পরের শনিবার অর্থাৎ ২৪ মে একই পদক্ষেপ নিয়েছে সরকার। লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সব কটি মূল্যসূচক। তবে লেনদেনে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণ কমেছে।

ডিএসইএতে লেনদেনে অংশগ্রহণ করা ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২৭৭টি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৮ পয়েন্টে উঠে এসেছে।

তবে সব কটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৬ কোটি ৯৮ লাখ টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত