লালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের জামাল হোসেন (৩০) ও তার মা কমলা বেগম (৬৫)।
প্রতিবেশী শরিফুল ইসলামসহ স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে অটোরিকশা চার্জে দিয়েছিলেন জামাল। পাশে ছিল গরুটি। হঠাৎ সেই চার্জার থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে গরুটির শরীরে। শুরু হয় ছটফটানি। প্রিয় গরুটিকে বাঁচাতে ছুটে যান জামাল। ছুঁতেই বিদ্যুতের প্রবাহ ছড়িয়ে পড়ে তার শরীরেও। এদিকে ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন মা কমলা। ছেলের খোঁজে গোয়ালঘরে গিয়ে দেখেন, ছেলে গরুর ওপর পড়ে আছে। এগিয়ে গিয়ে ছেলের গায়ে হাত রাখতেই মায়ের বুকচেরা আর্তনাদ ছড়িয়ে পড়ে আশপাশে এবং সঙ্গে সঙ্গেই থেমে যায় তার প্রাণের স্পন্দনও।
দুলালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র রায় বলেন, ‘মর্মান্তিক এই ঘটনায় একটি পরিবারের দুটি তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। এ ঘটনায় পুরো এলাকার মানুষ শোকাহত।’