লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে এ রবিবার (১৮ মে) অভিযান চালায় সংস্থাটির কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি দল।
অভিযানে নানা অনিয়ম পরিলক্ষিত করে দুদক। অভিযানে হাসপাতালে আন্তঃবিভাগে ভর্তি রোগীর খাবার, স্টোর রুমে থাকা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে দলটি।
আভিযানিক দলটি দেখতে পায়, এক বেলার জন্য রোগী প্রতি ৯০ গ্রাম ওজনের এক পিস মাছ সরবরাহ করার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৩০ থেকে ৫০ গ্রাম ওজনের মাছ। এছাড়া ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকা, দালালদের দৌরাত্ম্য, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, রোগী পরিবহনে ট্রলির টাকা গ্রহণসহ দেখতে পায়। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোকাদ্দেম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সামিরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, অভিযানে প্রাপ্ত বিভিন্ন অনিয়মের বিষয়ে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে কমিশনের নির্দেশনাসুরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।