সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ফুটবল পার্টনার পেল বাফুফে

আপডেট : ২০ মে ২০২৫, ১২:০৮ এএম

প্রথমবারের মতো ফুটবল স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান মলতেন গ্রুপ করপোরেশনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

গতকাল বাফুফে ভবনে দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও জাপানি মলতেন গ্রুপ করপোরেশনের তাকাসি ওজাকি। এই চুক্তির ফলে আগামী তিন বছর বিনামূল্যে এবং ছাড়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ফুটবল পাবে বাফুফে।

এই চুক্তির ফলে আনুমানিক হিসেবে মোটা অঙ্কের অর্থ সাশ্রয় হবে বলে জানান ফাহাদ করিম, ‘গত বছর আমাদের ৩ হাজার ১৩০টি ফুটবল কিনতে হয়েছে। এজন্য আমাদের খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। মলতেনের সঙ্গে চুক্তির ফলে আমাদের এই দিকটায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।’

চুক্তি অনুযায়ী তিন বছরে প্রতিবছর মলতেন বাফুফেকে চার হাজার ফুটবল দেবে। এর মধ্যে দুই হাজার ফুটবল তারা ফ্রি দেবে এবং বাকি দুই হাজার ফুটবল ডিসকাউন্টে দেবে। এতে তিন বছরে দেড় কোটি টাকা সাশ্রয় হবে বাফুফের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত