পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে সাকিবের সঙ্গে খেলতে যাচ্ছেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় অনাপত্তিপত্র নিয়ে আজ লাহোর পৌঁছাচ্ছেন তিনি। কাল লাহোরেই হবে এলিমিনেটর, যেখানে তাদের প্রতিপক্ষ করাচি বা ইসলাবাদ।
সিকান্দার রাজা পিএসএল ছেড়ে জাতীয় টেস্ট দলে যোগ দেওয়ার জন্য লাহোর ছাড়ায় মিরাজকে খেলার প্রস্তাব দেয় শাহিন শাহ আফ্রিদির দলটি। হঠাৎ করে পিএসএল খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত মিরাজ বলেছেন, ‘অবশ্যই এটা আমার জন্য অনেক রোমাঞ্চকর ব্যাপার। এটি টেকনিক্যালি আমার দ্বিতীয়বার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ডাক পাওয়া। পিএসএল বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট। আমি বিপিএলে ভালো করেছি, তাই আত্মবিশ্বাস আছে যে নিজের সেরাটা দিতে পারব।’
এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরতে চান মিরাজ। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ কিংবা পাকিস্তানে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই। ‘টি-টোয়েন্টিতে নিজেকে প্রস্তুত করতে চাই, যাতে সামনে সুযোগ এলে কাজে লাগাতে পারি,’ বলেন মিরাজ। ‘নিশ্চিতভাবেই আমি আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরতে চাই, আর এটি সেই পথে এগিয়ে যাওয়ার একটি সুযোগ।’
লাহোর কালান্দার্সে মিরাজ যোগ দেবেন তার দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে। এর আগে দলে ছিলেন রিশাদ হোসেন, তবে তিনি এখন নেই। সাকিবকে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে, কারণ ডেভিড উইসা এবং স্যাম বিলিংস পাকিস্তানে ফিরছেন না। শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসাও সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন প্লে-অফ পর্বে। তবে রবিবার সাকিবের প্রথম ম্যাচটা সুখকর ছিল না। পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম বলেই আউট হন এবং দুই ওভারে উইকেট না পেয়ে খরচ করেন ১৮ রান।