পাবনার ঈশ্বরদীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আলমাস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর তালতলা মোড় সংলগ্ন ইপিজেড সড়কে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত আলমাস উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিম পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন মোটর মেকানিক ছিলেন।
জানা যায়, আলমাস একটি মোটর সাইকেল মেরামত করে সেটি চালিয়ে পরীক্ষা করার জন্য দোকান থেকে বের হয়। মোটর সাইকেলটির গতি অতিরিক্ত থাকায় তালতলা মোড় এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কড়ই গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাকিউল আজম বিষয়টি নিশ্চিত করে জানান,পরিবারের পক্ষ থেকে কোন দাবি না থাকায় মৃতদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।