সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

যেভাবে বদলে গেল ‘জাতীয় চা দিবস’

আপডেট : ২১ মে ২০২৫, ০৩:৩৮ পিএম

আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে এবারই প্রথম দেশে উদযাপিত হচ্ছে পঞ্চম জাতীয় চা দিবস-২০২৫। আন্তর্জাতিকভাবে মে মাসের ২১ তারিখ চা দিবস হিসেবে উদযাপন করা হয়।  কিন্তু বাংলাদেশে গত চার বছর চা দিবস পালিত হয়েছে ৪ জুন। এর রয়েছে ছোট্ট একটি ইতিহাস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুন হতে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত প্রথম বাঙালি হিসেবে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চা শিল্পে শেখ মুজিবুর রহমানের অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ ৪ জুনকে স্মরণীয় করে রাখতে তার জন্মশতবার্ষিকিতে জাতীয়ভাবে চা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয় ২০২০ সালে। গত ২০ জুলাই ২০২০ তারিখ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরের বছর থেকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল না রেখে চা বোর্ডের আয়োজনে ৪ জুন জাতীয়ভাবে চা দিবস পালন করা হয়েছে। এবারই প্রথম এটা বদলে আন্তর্জাতিক দিবসের সঙ্গে মিল রেখে এটি পালন করা হচ্ছে।

জাতীয় উসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম জাতীয় চা দিবসের উদযাপন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, এবারে চা দিবসের দিনটি পরিবর্তন করা হয়েছে। যৌক্তিক কারণেই আন্তর্জাতিক ভাবে ঘোষিত দিনটির সঙ্গে সমন্বয় করে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় বিধি বিধান দ্রুতই পরিবর্তন করা হবে।

জানা যায়, ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের নানা পরিস্থিতির পরিবর্তণ ঘটেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত