চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার প্রথম আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় দিনটা ছিল নাটকীয়তার মিশেল। ব্যাট হাতে সংগ্রামী ইনিংসের পর বল হাতে জ্বলে উঠলেন রিপন ম-ল। দিন শেষে ১৫৯ রানে এগিয়ে স্বাগতিকরা।
৪ উইকেটে ২১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন ক্রিজে থিতু হওয়া অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ৪৪ ও প্রীতম কুমার করেন ৩১ রান। তবে শেষ দিকে লড়াকু ইনিংস খেলেন রিপন ম-ল। ৫৭ বলে ২৬ রানে দলের সংগ্রহ তিনশর ঘরে পৌঁছাতে সহায়ক হন এই পেসার। শেষ পর্যন্ত ৩০৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টিয়ান ফন ফরেন।
জবাবে ওপেনার মুহাম্মদ মানাক ও এনটান্ডো জুমার উদ্বোধনী জুটিতে যোগ হয় ৬৭ রান। জুটি ভাঙেন রাকিবুল হাসান, মানাককে ফেরান ৩৫ রানে। পরের ওভারেই জোড়া আঘাতে বাজিমাত করেন রিপন ম-ল। ফিরিয়ে দেন জুমা ও কনর বয়েডকে। মুহূর্তেই চাপের মুখে পড়ে সফরকারীরা৬৭ রানেই হারায় ৩ উইকেট। তবে প্রতিরোধ গড়ে বাকি সময়টুকু কাটিয়ে দেন উইকেট না হারিয়ে। স্কোর ৩ উইকেটে ১৪৯।