শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

গরু খুঁজতে গিয়ে মিলল কৃষকের লাশ

আপডেট : ২২ মে ২০২৫, ১০:০৭ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে গরু খুঁজতে গিয়েছিলেন বৃদ্ধ কৃষক রওশন আলী (৭০) কিন্তু তাকেই খুঁজে পাওয়া গেল খালে ভেসে থাকা লাশ হিসেবে। তিনি স্থানীয় কাদাকাটি গ্রামের আবু মুন্সি সরদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আরেফিন জানান, তিনি বৃহস্পতিবার ভোরবেলা তার হারানো গরু খুঁজতে বের হন। তারপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরাও খোঁজ করে বেড়াচ্ছিল। দুপুরের দিকে আসাদ নামে এক ব্যক্তি তার বাড়ির পার্শ্ববর্তী পাঁচআনা খালে মৃতদেহ ভাসতে দেখেন। তখন তিনি স্থানীয় সাংবাদিক সোহরাব মালিকে জানালে তিনি আশাশুনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। তৎক্ষণাৎ আশাশুনি থানা ওসি (তদন্ত)আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি খাল থেকে উঠান। পানিতে ডুবে যাওয়া রওশন আলীর পরিবারের লোকজন লাশটিকে শনাক্ত করেন।

পরিবারের দেওয়া তথ্যমতে কৃষক রওশন ইতিপূর্র্বে দুইবার স্টোক করেছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত